
আজ সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রত্যেক বছরের মাতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘হেপাটাইটিস: থিংক এগেইন’। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বর্তমান সরকার দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে গত ৫ বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর ফলে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে সামর্থ্য বৃদ্ধি পেয়েছে অনেক। এছাড়া স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বেড়েছে। হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচি পালন করছে।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও দেশের সকল চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সরকার দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে গত ৫ বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর ফলে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বেড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৪ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হ্যাপাটাইটিস: পুনরায় ভাবুন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। হেপাটাইটিস দিবস ২০১৪ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করে তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এ রোগ প্রতিরোধ, নিরাময় ও এ ভাইরাসের প্রকোপ কমিয়ে আনা সম্ভব।