রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ের বয়স মেয়েদের বয়স ১৮ এবং ছেলেদের ২১ রাখার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

SAMSUNG CAMERA PICTURESদিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখে দিনাজপুর উইমেন এন্ড চাইল্ড রইটস্ এলায়েন্স এর আয়োজনে এবং সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে) দিনাজপুরের সহযোগিতায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৪ এ বিয়ের বয়স মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবন্ধন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, অন্যন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম, সিটিএস এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, আরডিআরএস এর কর্মসূচী ব্যবস্থাপক তপন কুমার সাহা, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহশিন আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, এসসিডিএফ এর নির্বাহী পরিচালক সেলিনা হক, এসআইডিপির নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী, লেপ্রসী মিশনের প্রনয় রোজারিও, বিএসডিএ ধর্ম নারায়ন, এনডিএফ এর জেমস্ গমেজ, বহুব্রীহি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, প্রবীন হিতৈষী সংঘর মোঃ তাজুল ইসলাম, ফারিয়া সদস্য জাবেদ আলী, এমবিএসকে নূর নবী, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক ওয়ায়েদুজ্জামান গামা, জাতীয় গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী সদস্য মোঃ শাহজাহান ও প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ দিনাজপুর ইউনিটের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবীর কুমার কর। বক্তারা বলেন যখন দেশের সর্বস্তরের মানুষ বাল্য বিবাহ প্রতিরোধের আন্দোলন করছে ঠিক সেই সময় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৪ এর আওতায় ছেলে বয়স ১৯ এবং মেয়ের বয়স ১৬ করা হয়েছে। এই বয়স কমার ফলে বাল্য বিবাহ আরো বেড়ে যাবে। তাই আমাদের দাবী বিয়ের বয়স পূর্বের মত মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ রাখতে হবে।

 

Spread the love