মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জসহ ৮টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে সমন্বনিত জেলার দুর্নীতি কমিশন মতবিনিময় সভা করেছেন।
দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি কমিশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ নাসিম আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি কমিশন সমন্বিত বগুড়া জেলার উপ পরিচালক মোঃ জাহিদ হোসেন ও সমন্বিত দিনাজপুর জেলার উপ পরিচালক মোঃ আব্দুল করিম। দিনাজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাক সহকারী অধ্যাপক আবুসামা মিঞা ঠান্ডু, সহ সভাপতি কৃষিবিদ এমএ খালেক, বিমল চন্দ্র দাস, নির্বাহী সদস্য বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, এনজিও প্রতিনিধি এমএ মান্নান, শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব ইসমাইল হোসেন, ব্যাবসায়ী প্রতিনিধি ইয়াকুব আলী বাবুল, পাবলিক লাইব্রেরী প্রতিনিধি প্রভাষক লতিফুর রহমান, পাবর্তীপুর প্রতিনিধি মনছুর আহাম্মেদ, খানসামা প্রতিনিধি আহশান হাবিব, কাহারোল প্রতিনিধি বানেশ্বর চন্দ্র রায়, বিরল প্রতিনিধি মহি উদ্দিন আহাম্মেদ, চিরিরবন্দর প্রতিনিধি নিখিল রঞ্জন রায় প্রমুখ। সভায় সমবেত সকল কমিটির সংশ্লিষ্ঠদের প্রতি অতিথিবৃন্দ কমিশনে মিথ্যা তথ্য প্রদানে বিরত থাকার আহবান জানান।