মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের ঝাড়বাড়ীতে আওয়ামীলীগ-জামায়াত সংঘর্ষ। ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর। বাড়ীতে অগ্নি-সংযোগ

Pic-JharBariমোঃ জাকির হোসেন:  বীরগঞ্জের ঝাড়বাড়ীতে আওয়ামীলীগ-জামায়াত সংঘর্ষ। ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর। বাড়ীতে অগ্নি-সংযোগ।

উপজেলার শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী শুক্রবার সন্ধ্যায় তাতি পাড়া এলাকার প্রবীণ শিক্ষক জোতিশ রায়ের বাসায় অগ্নি-সংযোগের ঘটনা ঘটে। প্রতিবেশীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। জামায়াত বিএনপি এঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় আওয়ামীলীগ অভিযোগ করেছে। পরিস্থিতি থমথমে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা।

এরপূর্বে গত বৃহস্পতিবার রাত ৮টায় জামায়াত শিবির ঝাড়বাড়ী বাজারে মিছিল বের করে। এসময় তারা আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়সহ আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের দোকান ভাংচুর করে। তারা চলে যাওয়ার পর আওয়ামীলীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে এবং ১৮দলীয় নেতাকর্মীদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। পাল্টাপাল্টি হামলায় বীর মুক্তিযোদ্ধা গোপাল দেবের দোকন, সোলায়মান মিয়ার বাগদাদ টেলিকম, বাবু ফার্ম্মেসী, রম্নহুল আমীনের দোকান, সালাউদ্দিনের দোকান, খাজা টেলিকম, জোতিশ মাষ্টারের দোকান সহ প্রায় ২০টি দোকান ভাংচুর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শুক্রবার সকালে বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যমত্ম কোন পক্ষেই থানায় মামলা করেনি।

Spread the love