রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের ঢেমঢেমিয়া কালী মেলার পরিচালনা কমিটি গঠন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলায় ২৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।

গতকাল রোববার বিকালে কালী মেলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে পরিচালনা কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে ।

মেলা পরিচালনা কমিটির সভাপতি হলেন জামিউল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল ইসলাম , সিনিয়র সহসভাপতি আব্দুল গাফ্ফার , সহসভাপতি ক্ষীর প্রসাদ সরকার (ইউপি সদস্য ) ,সহ-সাধারন সম্পাদক জগোদিশ চন্দ্র সরকার (পুজারী), ম্যানাজার কালিদাস চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ বিপ্লব সরকারসহ ২৭ জন সদস্য নিয়ে মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।

উল্লেখ্য যে চলতি মাসের ২৩ অক্টোবর তারিখে কালী পুজার মধ্য দিয়ে এই মেলার কার্যক্রম শুরু হবে । এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মহিষ , গরু নিয়ে আসে ক্রয় , বিক্রয় করার জন্যে । এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় বিক্রয়সহ বিনোদনের ব্যবস্থাও মেলায় থাকে ।

 

 

Spread the love