বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের যৌথবাহিনীর অভিযান। গ্রেফতার-০৫

Policeবীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে  সোমবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের মোঃ লতিফুর রহমান (৩০), মাঝ বোয়াল গ্রামের মোঃ ইছাবুলের পুত্র মোঃ সুমন (২৬), বিজয়পুর গ্রামের মৃত সাইকার পুত্র রিক্সা চালক মোঃ গণি মিয়া (৪২), শতগ্রাম ইউনিয়নের কাশিম নগর গ্রামের মোটা বেশরার পুত্র মঙ্গলু বেশরা (৪০), মৃত খোকা বেশরার স্ত্রী মৌর বেশরা (৬০)।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে যৌথবাহিনী তাদেরকে গ্রেফতার করে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের অপতৎপরতা রোধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামী।

Spread the love