সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জের হাবলুহাটে গ্রুপ লিডার কনফারেন্স

Musilam Aidমোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জের গত মঙ্গলবার হাবলুহাটে গ্রুপ লিডার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট মুসলিম এইড’র আয়োজনে ইসলামী কিন্ডান গার্টেন ও এতিমখানা মিলনায়তনে হাবলুহাটে গ্রুপ লিডার কনফারেন্স অনুষ্ঠিত হয়। গ্রুপ লিডার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ক.খ.আলাওল হাদী, মুসলিম এইড রংপুর বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মানসুরুর রহমান, উপজেলা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, গ্রুপ লিডার সাহেরা খাতুন, ফিরোজা বেগম, তামান্না ইয়াসমিন ও সীতা রানী রায়।