বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বুধবার সন্ধ্যায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমিনুল ইসলাম। তিনি তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসত্মাক আহম্মেদ মানিক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের বিষু মোহাম্মদের পুত্র মোঃ গোলাম উদ্দিনের গোয়াল ঘরে গরম্নর মশা তাড়ানোর জন্য খড়ের ধোয়া দিতে গিয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী মোঃ দুলাল, মোঃ শফিকুল ইসলাম, ও মোঃ জালাল উদ্দিন সহ ৪টি পরিবারের ১২টি ঘরে। একই দিনে পলাশবাড়ী ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রওশন ও তার ভাই মকবুল আলী, মকছেদ আলীর পুত্র মোঃ রম্নবায়েত এবং আমিনুর রহমানের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি ঘর গবাদি পশু সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।