শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই

Birganjবীরগঞ্জ প্রতিদিন : দিনাজপুরের বীরগঞ্জে গত রবিবার গভীর রাতে পৌর শহরে  দুইটি দোকান অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা।

পৌর শহরের তাজমহল সিনেমা হল সংলগ্ন কুন্ডু মার্কেটের ফারম্নক হোসেনের ফারুক হার্ডওয়ার এবং মোঃ ইদ্রিস আলীর শ্যালো পার্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে দিনাজপুর থেকে দুইটি অগ্নিনির্বাপক দল এসে রাত ২টায় আগুন নিয়ন্ত্রয়ে আনে। দিনাজপুর অগ্নিনির্বাপাক দলের কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী জানান, গোলযোগ পূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুতের আগুন দোকানের উপর পড়লে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২০লক্ষ টাকা।