বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার বিকেলে অগ্নিকান্ডে ৪টি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুল গণি মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলামের বাড়ীতে শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টায় বাড়ীর পার্শ্বে আবর্জনা ফেলা স্থান হতে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ৪টি শয়ন কক্ষ ১টি রান্না ঘর ও ১টি গরম্ন ঘর সহ বাড়ীর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রয়ে আনে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৭ লক্ষ টাকা।