বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

Birদিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে বুধবার ভোর ৪টায় অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ১১ লক্ষ ২০হাজার টাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার বাজারে বুধবার ভোর ৪টায় অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঔষধ ব্যবসায়ী বল হরি রায়ের মা ফার্মেসি আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল, স্বর্ণ ব্যবসায়ী চন্দ্র রায়ের ৫০ হাজার টাকার মালামাল, সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আজিজার রহমানের ২লক্ষ টাকার মালামাল, মুদি ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের ৫লক্ষ টাকার মালামাল, নাপিত মোঃ তোজাম্মেল ২০ হাজার টাকার মালামালসহ আনুমানিক ১১লক্ষ ২০হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা অগ্নি-নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীর ধারণা কয়েল অথবা বিড়ি-সিগারেটের আগুন হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এ ব্যাপারে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কে এম কুতুব উদ্দিন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love