বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে অটোরিক্সা থেকে পড়ে গিয়ে আদিবাসী বৃদ্ধের মৃত্যু।

মো. রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বীরগঞ্জে অটোরিক্সা হতে পড়ে গিয়ে সুবল বেশরা (৫৬) নামে এক আদিবাসীর বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সুবর বেশরা উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট বৈরাগী বাজার গ্রামের মৃত পাগল বেশরার ছেলে।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি রণজিৎ রায়ের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ তরিকুর ইসলাম জানান, বিকেলে বীরগঞ্জ পৌরশহর হতে অটোরিক্সাযোগে নিজবাড়ী মোহনপুর ইউনিয়নের বড়হাট বৈরাগী বাজার রওয়ানা হয়। পথে নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি রণজিৎ রায়ের বাড়ীর সামনে অটো হতে পড়ে যায় সুবল বেশরা। এ সময় পাকা সড়কে মাথা থেতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদিবাসী বৃদ্ধের লাশ তার স্বজনেরা বাড়ীতে নিয়ে গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

Spread the love