
মোঃ আবেদ আলী, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত রবিবার অপ্রধান শষ্য উৎপাদনে ৪দিন ব্যাপী কৃষক-কৃষানীর প্রশিন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বীরগঞ্জ উপজেলা শাখার অপ্রধান শষ্য উৎপাদন প্রকল্পের আয়োজনে অফিসার্স কাব কার্যালয়ে গত রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম “অপ্রধান শষ্য উৎপাদনে ৪দিন ব্যাপী কৃষক-কৃষানীর প্রশিক্ষন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ও বীরগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ সোলায়মান, জুনিয়র অফিসার মোঃ গোলাম রহমানসহ ৮০জন চাষী অংশ গ্রহন করেন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ খান জানান ইতপূর্বে ১১টি ব্যাচে ৪৪০জন চাষীকে ৪দিন ব্যাপী প্রশিন প্রদান করা হয়েছে।