বীরগঞ্জ প্রতিদিন : দিনাজপুরের বীরগঞ্জে গত মঙ্গলবার সকালে অবৈধ ভাবে কাটা শাল কাঠ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বীরগঞ্জ থানার এএসআই মোঃ জাকারিয়া উপজেলার সাতোর ইউনিয়নের পঁচিশ মাইল স্থানে একটি কাঠ চেরাই মিলে অভিযান চালিয়ে ৫০ সেপ্টি শাল কাঠ উদ্ধার করে বন বিভাগের কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
কাঠ চেরাই মিল মালিক মোঃ দুলাল মুন্সি জানান, তিনি মিলটি জনৈক মোঃ রফিকুল ইসলামের নিকট ভাড়া প্রদান করেছেন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, উদ্ধারকৃত কাঠ অবৈধ ভাবে কেটে চেরাই করার জন্য মজুদ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।