মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে ঋণ অভাবে যুব উন্নয়নের ৪হাজার প্রশিক্ষন প্রাপ্ত যুবক-যুবতী মেধাকে কাজে লাগাতে পারছেনা।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সুত্রে জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব সমাজের উন্নয়ন ও সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৬ইং সালে উপজেলা যুব উন্নয়নের বিভাগের অধিনে প্রশিক্ষন প্রদান করে বেকার যুবক ও যুবতীদের ঘুর্নায়মান ঋণ বিতরনের জন্য এককালিন ২৩ লক্ষ টাকা প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন বিভাগ ৪হাজার ৯৫১জন যুবক-যুবতীকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন প্রদান করে এবং ৯৫৩ জনকে একাধিকবার ঋণ প্রদানসহ ২৩ লক্ষ টাকার ঘুর্নায়মান ঋণ এ যাবত ১কোটি ৬০ লক্ষ ৮০ হাজার ৪শত টাকা প্রদান করেছে। ৩হাজার ৯৯৮জন প্রশিক্ষন প্রাপ্ত যুবক-যুবতী প্রয়োজনীয় ঋণ অভাবে মেধাকে কাজে লাগাতে পারছেনা তার বর্তমানে বাবা-মা বা সমাজের গলগ্রহ হয়ে বেকারত্বের অভিসাপ নিয়ে দুর্বিহস জীবন যাপন করছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মতিউর রহমান জানান সরকার প্রথম দফায় টোকা প্রদান করেছেন সেই টাকা প্রকৃতপক্ষে ৪১০জনকে ঋণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষন ও মেধাকে কাজে লাগিয়ে অর্থশালী ২হাজার ৪৯৯জন যুবক-যুবতী আত্মকর্মে নিয়োজিত হয়েছেন তবে ২হাজার ৪৫২জন ঋণ না পাওয়ায় মেধাকে কাজে লাগাতে পারছেনা। অফিস সহকারী নিত্যান্দ রায় কেডিট সুপার ভাইজার সাবওয়াৎ জাহান আক্তারী, মোনায়েম আলী ও জাহাঙ্গীর আলম জানান ঋণ আদায় সমেত্মাষ জনক শতকরা হার ৯০ভাগ।