
বীরগঞ্জ প্রতিদিন : দিনাজপুরর বীরগঞ্জে ১৫জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে সরকারী চেক প্রদান করা হয়েছে। আজ সকাল ১১টায় বীরগঞ্জউপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ১৫ জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে সরকারী চেক প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়ের সভাপতিত্বে অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে সরকারী চেক প্রদান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি নির্বাহী অফিসার রাসেল মনজুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, ডিপুটী কমান্ডার সহকারী অধ্যাপক মো: হামিদুল হক, সহকারী কমান্ডার মো: আব্দুর রহিম, প্রেমানন্দ রায়, গরিপ্রশাদ রায়, কৃঞ্চ চন্দ্র বর্ম্মা, কুমদ রঞ্জন রায়, এসএমএ খালেক ও সরবেশ আলী প্রমুখ। পরে ১৫ জন অসুস্থ মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র রায়, জিতেন্দ্রনাথ রায়, অলিকান্ত বর্ম্মন, খোকা বর্ম্মন, এসএমএ খালেক, সহকারী অধ্যাপক মো: হামিদুল হক, ইলিয়াস আলী, ধীরেন মহন্ত, কেদার চন্দ্র রায়, ক্ষেত্রমোহন রায়, সুভাষ চন্দ্র রায়, বিরদা রানী রায়, নজরুল ইসলাম, আব্দুল গনি, বিপিন চন্দ্র রায়, গ্রীস চন্দ্র রায়কে ৪ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।