
বীরগঞ্জ প্রতিদিনঃ বীরগঞ্জে গত শুক্রবার সকালে আইসিটি ট্রেনিং এবং রিসোর্স সেন্টার দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন দ্বিতল ভবন নির্মান কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ এলাকা পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি মোঃ মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মোঃ আব্দুল ওয়ারেছ প্রমুখ।