
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বুধবার ১০টায় আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও প্রযুক্তি) মোঃ তৌফিক ইমাম। এ সময় উপজেলা এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তথ্য ও সেবা কেন্দ্রের বিভিন্ন সমস্যাসমূহ অবহিত হয়ে তাৎক্ষণিক ভাবে সমাধানের পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আগামী ৮ফেব্রুয়ারীর মধ্যে আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল হালনাগাদ করণের নির্দেশনা প্রদান করেন।