শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আউট সোসিং কর্মশালা শুভ উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার বিট কম্পিউটার এন্ড ডিজিটাল আইসিটি ট্রেডিং সেন্টারে আউট সোসিং কর্মশালার শুভ উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।

ফ্রিল্যান্সিং এসোসিয়েশন দিনাজপুরের সহ সভাপতি মোঃ বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে হিসেবে ফিতা কেটে বিট কম্পিউটার এন্ড ডিজিটাল আইসিটি ট্রেডিং সেন্টারে আউট সোসিং কর্মশালার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার আমাদের প্রধান মন্ত্রীর যে ঘোষনা তা বাসত্মবে রূপ নিতে বসেছে ঘরে আউট সোসিং কর্মশালার মাধ্যমে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ টিউটেনিয়াস সাংগঠনিক সম্পাদক ফ্রিল্যানসিং এসোসিয়েশন দিনাজপুর, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাংবাদিক দশরথ রায় বাবুল, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. মীর কাসেম লালু, আরমান হোসেন, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। ৩০জন আউট সোসিং শিক্ষার্থী কর্মশালায় অংশ গ্রহণ করে।

 

বিট কম্পিউটার এন্ড ডিজিটাল আইসিটি ট্রেডিং সেন্টারের পরিচালক ও প্রধান সমন্বয়ক প্রভাষক নীল রতন সাহা নিপু আউট সোসিং কর্মশালার মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবে সে বিষয়ে বিশদ ব্যাখা প্রদান করেন।

 

Spread the love