বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণায় হামলা। মটর সাইকেল ভাংচুর ও অগ্নি-সংযোগ। আহত-০২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার সন্ধ্যা ৭টায় আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে ১৮দলের নেতাকর্মীরা। এ সময় ১টি মটর Gopalসাইকেলে অগ্নি-সংযোগ ও ২টি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ২ জন। আহতরা হলেন পাল্টাপুর ইউনিয়নে ঘোড়াবান্দ গ্রামের মৃত খগেন্দ্র নাথ রায়ের পুত্র বিশ্বনাথ রায় (৪২)। পশ্চিম পাল্টাপুর গ্রামের মৃত বদর উদ্দিনের পুত্র মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নকুল চন্দ্র রায় জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সন্ধ্যা ৭টায় ৮টি মটর সাইকেল যোগে ইউনিয়নের কালীর হাট বাজারে দলীয় প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের পক্ষে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা চালাতে গেলে স্থানীয় ১৮দলের প্রায় শতাধিক লোক লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় ১টি মটর সাইকেলে অগ্নি-সংযোগ ও ২টি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। ২ জন দলীয় নেতা আহত হয়েছেন  বলে জানান। এ ব্যাপারে মামলার প্রস্ত্ততি চলছে তিনি জানান।

Spread the love