মোঃ আব্দুল ওয়ারেছঃ বীরগঞ্জে আওয়ামীলীগ নেতা ভাই এবং শ্রমিক নেতার মৃত্যু। বিভিন্ন মহলের শোক।
উপজেলা নিজপাড়া ইউনিয়নের চকবানারসী গ্রামের তমিজ উদ্দিনের পুত্র এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলামের বড় ভাই ডা. হামিদুল ইসলাম (৫৪) শনিবার বিকেল ৩টায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না……..রাজেউন)। সকালে রিক্সা ও ভ্যান চালক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন (৬০) সকাল ১১টায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না……..রাজেউন)। তাদের মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ প্রতিদিনের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন।