বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা মো: আব্দুল মজিদ শাহের ইন্তেকাল। বিভিন্ন মহলের শোক।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব তাহের শাহের পুত্র উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল মজিদ শাহ (৭০) রবিবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে, সহকর্মী, বন্ধু-বান্ধব সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় রাজিবপুর দাখিল মাদ্রসা মাঠে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

আব্দুল মজিদ শাহের মৃত্যুতে বীরগঞ্জ-কাহারোল নির্বাচনী এলাকা দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, কৃষকলীগ সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।