মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জের গত শনিবার ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইমরান আলী (৫৮) ইন্তেকাল করেছেন ( ইন্না……রাজিউন)।
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের বাসিন্দা, মৃত সুরত আলীর পুত্র ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইমরান আলী দুপুরে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রামত্ম হয়ে ইমেত্মকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ২মেয়ে, সহকর্মী, বন্ধু-বান্ধব সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। একই দিনে সন্ধ্যায় এলাইগাঁও কবরস্থান মাঠে জানাযা শেষে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। পৃথক বিবৃতিতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।