মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আদিবাসি সাঁওতাল সুরেস কিস্কুর’র পৈতৃক সম্পত্তি স্থানীয় প্রশাসনের অবহেলা ও অনিয়মের কারণে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যু দখল করে নিয়েছে। দেশ ও জাতি যখন সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সংরক্ষনে প্রতিজ্ঞাবদ্ধ, আর বিশেষ করে সংখ্যালঘু কোন সম্প্রদায়ের স্বার্থ ও সম্পত্তি রক্ষায় সরকারের যখন বিশেষ দৃষ্টি, ঠিক তখনই দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর অবহেলায় বর্তমান বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই আজহারুল ইসলাম মিঠু অবৈধ প্রভাবে আদিবাসি সাঁওতাল সুরেস কিস্কু’র পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছে। এ ঘটনা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের।
জেলা প্রশাসক বরাবর অভিযোগ সুত্রে জানা গেছে, আদিবাসি সুরেস কিস্কু তার পিতার নামে রেকর্ডিয় ও দখলীয় সম্পত্তি বিক্রি করার প্রয়োজনে গত প্রায় এক বছর পূর্বে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট আবেদন করেন। যার নম্বর আদিবাসি পারমিশন কেস নং-৯৪ (৮) ১৩-১৪ মৌজা মাকড়াই, থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর।
আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারমিশনের ক্ষেত্রে আবেদনকারীর পক্ষে যথারীতি স্বত্বসম্বলিত কাগজপত্র ও দখল থেকেও ভুমিদস্যু মিঠু কর্তৃক বেআইনী প্রভাবিত হয়ে দীর্ঘদিন টালবাহানার পর গত ০৬-১১-১৪ তারিখে পারমিশন কেসটি নামঞ্জুর করেন। ফলে একদিকে যেমন আদিবাসি জমির মালিক তার জমি বিক্রি করতে পারছেন না। অপরদিকে তার তার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার শিক্ষার্থী সন্তানের ব্রেইন টিউমার রোগের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছেন। ফরে সুরেস কিস্কু’র মেধাবী ছেলে মৃত্যুর প্রহর গুনছে। আবার অন্যদিকে ভুমিদস্যু এই আদেশের পর উক্ত সম্পত্তি বেআইনীভাবে নিজ দখলে নিয়েছে। এখন আদিবাসির সম্পত্তিও যায় এবং তার সন্তানের জীবন যাওয়ার পাশাপাশি নিজের জীবনও বিপন্ন। অথচ তফসিল বর্ণিত মাকড়াই মৌজার ১০৯ খতিয়ানের ২৯৬ নং দাগে ১.৫৫ একর ও ২৯৭ নং দাগের .০৮ একর মোট ১.৬৩ একর রেকর্ডিয় পৈতৃক সম্পত্তির মধ্যে আদিবাসি সরেস কিস্কু ইতিপূর্বে .৮০ একর সম্পত্তি বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিক্রি করেন। আবার একই তফসিরের অবশিষ্ট .৭৫ একর সম্পত্তি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দূর্নীত ও অনিয়মে আদিবাসি সুরেস কিস্কুর উক্ত সম্পত্তি ভুমিদস্যুর কবলে চলে গেছে।
এ ব্যাপারে আদিবাসি সুরেস কিস্কু বিষয়টি সার্বিক বিবেচনার জন্য গত ১৩-১১-১৪ তারিখে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রসহ দিনাজপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। একই খবরে আরো প্রকাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উক্ত পারমিশন কেসের টালবাহানা করতে থাকলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দু’জন মন্ত্রী এবং সংশ্লিষ্ট আসনের সাংসদ উক্ত বিষয়ে সুপারিশের পরও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এমানুল হক নিজ স্বার্থে আদিবাসি সাঁওতালের স্বার্থ ও স্বত্ব গ্রাস করেছেন।
এ ব্যাপারে আদিবাসি সুরেস কিস্কু’র সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট এলাকার জনগন ও সুশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।