
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বুধবার দিনব্যাপী উপজেলা পর্যায়ের আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের আমত্মঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার খ,ম আলাওল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ আব্দুল্ল্যা আল মামুন, একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বানার্ড কুজুর, সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবিবুর ইসলাম, মহসীন আলী, মমতাজ ফেরদৌসি, মঞ্জুরুল হক মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকা এবং অংশ গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।