মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আন্ত:বিদ্যালয় বাষিক ক্রীড়া প্রতিযোগীতা

Birgonj Sportsমোঃ জাকির হোসেনঃ গত রবিবার সকালে আন্ত:বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা অনুষ্ঠানে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সরকর রায়। প্রতিযোগীতায় ২৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Spread the love