রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাত ১২টা ১ মিনিট হতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু করে।

 

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম উপজেলা পরিষদের পক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু করেন।

 

awamiligএরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর, থানার অফিসার্স ইনচার্জ কে এম শওকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, জাতীয়পার্টি, বীরগঞ্জ প্রেস কাব, বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থা, জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন ।

 

সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির বিশেষ প্রার্থনা, শিশুদের আবৃতি, চিত্রাংকন, এডিবি ওয়াল্ড ভিষন এর সহযোগিতায় উপজেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক BNPঅনুষ্ঠানের আয়োজন করে ।