বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শনিবার ভোর রাতে এক ঔষধ ব্যবসায়ীর বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে।
পৌর শহরের ৭নং ওয়ার্ডের হরিবাসর পাড়ার বাসিন্দা নীল চরণ রায়ের পুত্র মুকুন্দ রায়ের বাড়ীতে শনিবার ভোর রাতে অজ্ঞাত চোরেরা ঘরের জানালা ভেঙ্গে একটি ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
উলেস্নখ্য কয়েকদিন পূর্বে একই এলাকায় পত্রিকা এজেন্ট বিকাশ ঘোষের বাড়ীতে দুর্ধষ চুরি সংঘটিত হয়। পৌর শহরের ঘন ঘন চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে।