এন.আই.মিলন, বীরগঞ্জ প্রতিনিধি : বীরগঞ্জে আ’লীগ নেতা প্রভাষকের বাড়ীতে চুরি।
পৌর শহরের ৫ নং ওয়ার্ড থানাপাড়া এলাকার মৃত তহিমুদ্দিনের পুত্র ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলামের বাড়ীতে চুরি হয়।
ভাই রবিউল জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত কাজ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে প্রকৃতির ডাকে বাইরে বের হতে গেলে দেখে দরজা বাইর হতে লাগানো। সে চিৎকার করলে পাশের রুমে থাকা ভাবীও দরজা খুলতে গিয়ে দেখে সব দরজা বাইর হতে লাগানো। তখন তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের দরজা খুলে মুক্ত করে।
প্রভাষক রফিকুলের স্ত্রী নাসিমা জানায়, রফিক স্যার বীরগঞ্জ মহিলা কলেজের ইংরেজী প্রভাষক, তিনি বিষেশ কাজে কয়েকদিন পূর্বে ঢাকায় গিয়েছে সেই সুযোগে চোরেরা দরজার তালা ভেঙ্গে কম্পিউটার, কলেজ ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ব্যাগ এবং ড্রয়ার ভেঙ্গে কিছু টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও তিনি আরো বলেন, দীর্ঘদীন ধরে একটি বিষেশ মহল হয়তো তার ক্ষতি করার চেষ্টা করছে। কিছুদিন পূর্বে উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা সহ দলীয় কার্যক্রম শেষে ফিরার পথে সন্ত্রাসীরা তাদের আটোক করে হামলা চালায়, তার ব্যবস্যা প্রতিষ্ঠানে চুরি করে ক্ষতি সাধন করে এবং একটি দাওয়াতে অংশগ্রহন করতে গেলে তার ব্যবহ্যত মটর সাইক্যালটি চুরি হয়ে যায়।
মোবাইল ফোনে প্রভাষক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায়, চুরির ঘটনা আমি শুনেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছি। তবে ইতিপূর্বের ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।