বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইংরেজিতে দক্ষতা বাড়াতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি॥ শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতা প্রতিরোধ ও ইংরেজিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের হলরুমে ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯২ জন ছাত্রছাত্রীকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ব্যবস্থাপক সৃজন টিগ্যা সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম আজাদ, সহকারী সমাজসেবা অফিসার আবু তাহের, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সহকারি প্রোগ্রাম ব্যবস্থাপক শফিউদ্দীন খান।
অনুষ্ঠানের আলোচকরা বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভ’মিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

Spread the love