
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে ইফটিজিং করায় কলেজ ছাত্রের গনধোলাই দেওয়া হয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিন সেন গ্রামের ভারত চন্দ্র রায়ের কন্যা সনকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রীপা রানী রায় (১৫) ঐ গ্রামের হরি মন্দ্রিরে পুজা করতে আসে। আগে থেকে আসা কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামের রবীন চন্দ্র রায়ের পুত্র দিনাজপুর সরকারী কলেজ অর্নাসের ফাইনালের ছাত্র ফুল বাবু রায় (২৫) বিভিন্ন অশ্লীল কথা বলে কু-প্রস্তাব দেয়। স্কুল ছাত্রী ঘটনা ফাস করে দিলে সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায়ের নেতৃত্বে একদল যুবক গনধোলাই দিয়ে সারারাত একটি ঘরে আটকে রাখে। গত সোমবার পাল্টাপুর ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিলের গ্রাম্য সালিসী আদালতে সোপর্দ করে। কলেজ ছাত্র অপরাধ স্বীকার করে ক্ষমা প্রর্থনা করলে তাকে প্রথমবারের মত ক্ষমা করে ইফটিজার ফুলবাবুর বড় ভাই দিনাজপুর সরকারী কলেজের লেকচারার উপেন চন্দ্র রায়ের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।