বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বীরগঞ্জ উপজেলায় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গত ২জানুয়ারী উপজেলা চেয়ারম্যান পদে ৮জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন। মহিলা ভাইস পদে ৪জনের মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাচাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করেন দিনাজপুর জেলা নিবার্চন ও রিটানিং অফিসার মোঃ নুরুজ্জমান তালুকদার।
বৈধ প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী মনোনয়ন পত্র দাখিল করেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মোঃ দবির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর একেএম কাওছার, মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর কাউন্সিলর আব্দুল বারিক, মোঃ লিমন সরকার মনোনয়ন পত্র দাখিল করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন, পৌর কাউন্সিলর সেলিনা আকতার, পৌর কাউন্সিলর অনিতা রায়, নীলা রাণী রায় মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচনে প্রতিক বরাদ্ধ না হলেও প্রচন্ড শীত উপেক্ষা করে গণসংযোগ চালিয়ে উপজেলার অলি-গলি চষে বেড়াচ্ছেন ১৭ প্রার্থী। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেও বিএনপি প্রার্থী আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন আহম্মেদ চৌধুরীর পক্ষে সমর্থন দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এই নির্বাচনের উত্তাপ এখন হাট-বাজার এবং চায়ের দোকান পর্যন্ত ছড়িয়েছে।