মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৫কোটি টাকা ঋণ বিতরন

মো: আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৫কোটি টাকা ঋণ বিতরন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বীরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্প সফল করার লক্ষ্যে ২০১০ইং সালে সমিতি গঠন করা হয়। সরকার বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ৮৭টি মৌজার বিপরিতে দুই দফায় ৪কোটি ৯২ লক্ষ ৭৬হাজার টাকা ঘুর্নয়মান তহবিল প্রদান করে। উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহের ৯৯ টি ওয়ার্ডের প্রত্যন্ত পল্ল­ীর পাড়া-গায়ে ৯৬টি সমিতি গঠন করে সদস্যদের ঋণ প্রদানের লক্ষ্যে ১কোটি ৭৪লক্ষ ৪হাজার ২শত টাকা সঞ্চয় আদায় করা হয়। গত জানুয়ারী/২০১২ইং থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত সমিতির প্রশিক্ষিত ৪হাজার ১৩২জন সদস্য-সদস্যার মাঝে নিম্নে ৫হাজার ও উর্দ্ধে ২০হাজার টাকা হারে ৪কোটি ৯০লক্ষ ৪১হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। একই সময়ে ঋণ আদায় করা হয়েছে ১কোটি ৩৫ লক্ষ টাকা।

এ ব্যাপারে একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যালয়ে গিয়ে উপজেলা সমন্বয়কারী মো: জিয়াবুর রহমানের সাথে সাক্ষাত করা হলে সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান রমজান আলী ও আব্দুল মতিন দুই জন মাঠ কর্মকর্তা ১১জন মাঠ সহকারী ও ১জন কম্পিউটার কাম হিসাব সহকারী সহ ১৫জন জনবল নিয়ে কার্যালয় সংকটে ভুগছি। তৎকালিন উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতের নিয়ন্ত্রাধিন হাজত বা জেলখানায় প্রকল্পের কোটি কোটি টাকার হিসাব-নিকাসের ফাইলপত্র যত্রতত্র রাখতে হচ্ছে। প্রকল্পের নিজস্ব কার্যালয়ের নির্মান কাজ শুরু করা হলেও প্রয়োজনীয় অর্থ অভাবে নির্মান কাজ বন্ধ রয়েছে। নির্মান কাজ সমাপ্ত হলে নিজস্ব কার্যালয়ে প্রকল্প পরিচালনা করতে সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন।

 

Spread the love