
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত বুধবার স্বামীর বাড়ী থেকে এক গৃহবধু’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের কুতুলপুর গ্রামের মহেন্দ্রনাথ রায়ের স্ত্রী নয়ন রানী রায় (২৮) এর লাশ স্বমীর শেওয়ার ঘর থেকে উদ্ধার করে দিনাজপর মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরন করা হয়। নিহত গৃহবধুর ভাই শান্ত রায় ও বাবু রায় জানান, বিয়ের পর থেকে নিহত নয়নের উপর নির্যাতন চালিয়ে আসছিল। ইতিপূর্বে আমাদের বোনকে গলা চিপে ধরে একাধিক বার হত্যার চেষ্টা করেছে। সম্প্রতি পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় নয়নের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এ নিয়ে ৩ সপ্তাহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধের কারনে অত্যাচার করা হতো। আমাদের সন্ধেহ শ্বাসরোধ ও হত্যা করে ফাঁসীতে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের শিশুপুত্র লিটন রায় (০৮) জানায় সকালে ঘুম থেকে জেগে দেখি বাবা ঘরে নেই মা-মাটিতে পড়ে রয়েছে। স্বামী মহেন্দ্র জানান, রাতে আমি মামর বাড়ীতে ছিলাম সকালে মোবাইলে সংবাদ পেয়ে বাড়ী ফিরে এসে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রশি ছিড়ে মাটিতে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল লিপিবদ্ধ করে লাশ উদ্ধার করে। ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা স্বীকার করে জানান ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ভিসারা রিপোর্ট আসলে সঠিকভাবে মৃত্যুর মোটিভ বলা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।