দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জে গত মঙ্গলবার গভীর রাতে একজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের ইমান আলীর পুত্র মোঃ আনফুর রহমান আনফুজ (২৫)।
গোপন সংবাদের ভিত্তিত্বে বীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী আনফুজকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মোঃ আরমান হোসেন পিপিএম জানান, গ্রেফতারকৃত বিরম্নদ্ধে ডাকাতি সহ বীরগঞ্জ থানায় ৪ টি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।