বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে এক মহিলার রহস্যজনক মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শতগ্রাম ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোঃ আজাহার আলী স্ত্রী মোছাঃ শরিফা বেগম (৩৫)।

মৃতার স্বামী আজাহার আলী জানান, তিনি ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ীর পাশের মসজিদে যাই। এ সময় আমার মেয়ে ঘরে গিয়ে দেখে আমার স্ত্রী মেঝেতে পড়ে আছে।

মৃতার পিতা নীলফামারী জেলার কুলকিপাড়া গ্রামের আব্দুল মালেক জানান, তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হতে পারে এ ব্যাপারে কিছু জানাতে পারে নি।

শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, উক্ত মহিলার মৃত্যুর বিষয় জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে রহস্যের বিষয়ে তার কিছু জানা নেই।