বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে এক যুবককে অমানবিক নির্যাতনের অভিযোগ

মো: সিদ্দিক হোসেন:

বীরগঞ্জে  প্রভাবশালী অসহায় দিনমজুর যুবককে বাড়ী থেকে ডেকে এনে গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে প্রকাশ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে দিনমজুর বাবু (৩৩) কে একই গ্রামের দেলুকে দিয়ে বাড়ী থেকে ডেকে এনে কুদ্দুস আলীর ছেলে মনছুর আলী সহ ৪/৫ জন মিলে বাবুকে গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে একপর্যায় বাবুর মাথার চুল ন্যাড়া করে বিভিন্ন স্থানে ঘুরানোর সময় দেশীয় অস্ত্র দিয়ে বাবুর শরীরে আঘাত করলে বাবু মুত্যুর কোলে ঢলে পড়লে তাকে সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে গত রবিবার বাবুর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে বাবু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কুদ্দুস আলী এলাকার প্রভাবশালী হওয়ার কারণে সহায় দিনমজুর বাবুর পরিবার মামলা করতে সাহস পারছে না। মামলা না করার জন্য তার পরিবার কে হুমকি প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী সুষ্ঠ ন্যায় বিচারের দাবিতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।