
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে এতিমদের শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুসলিম এইড বীরগঞ্জ শাখার উদ্যোগে ৫০ জন এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ। এসময় শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম, সফির উদ্দিন মাষ্টার আলহাজ্ব ফয়েজ উদ্দিন, মোঃ রাজা মিয়া ও অন্যরা। মুসলিম এইড ১৯৯১ সালে চট্রগ্রামে ঘূর্ণিঝড়ে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০১২ সালে কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সেবামূলক কাজ করছে। বিশ্বের ৭২টি দেশে শীতবস্ত্র, ত্রাণ, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা, কারিগরি শিক্ষা, এতিম পালন, হতদরিদ্রদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে সরকাররের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করছে।