
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত বৃহস্প্রতিবার ষ্টুডেন্ট এসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুরের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষ্টুডেন্ট এসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ডাঃ মাহমুদুল হাসান পলাশ, ডাঃ মোসত্মাফিজুর রহমান, ডাঃ মামুন অর রশীদ, ডাঃ আরিফ মাহমুদ, ডাঃ সোহাগ সাহা, ডাঃ নূরে জান্নাত শারমিন (লিজা) দিন ব্যাপী রোগির চিকিৎসা প্রদান করেন।
মাহমুদ হাসান, সোহেল রানা টুটুল, মৃনাল কান্তি রায়, তৌফিক রাসেল, ফেরদৌস শাহারিয়ার নিলয়, চন্দন রায়, সাদ্দাম হেসেন, রিফাত বিমেত্ম দোলা,পারভেস হাসান, নাসমুস সাকিব, বদরুল আলম ও ওসমান গনি প্রমুখ রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয় করা সহ সার্বিক তত্বাবধান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সমুহের সহাশ্রাধিক মহিলা ও পুরুষ ফ্রি চিকিৎসা গ্রহণ করেছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব তাজুল ইসলাম (মনু মাহাজন)।