
বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ‘‘শিশু স্বাস্থ্য এখনই’’ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড ভিশন সারা পৃথিবীতে প্রচার শুরু করেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশী প্রযোজ্য, কারণ বাংলাদেশ ডেমোগ্রাফিক ও স্বাস্থ্য জরিপ ২০১১ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার প্রতি হাজারে ৫৩ জন। আমাদের দেশের শিশু মৃত্যুর অন্যতম কারণ হিসেবে নিউমোনিয়া, ডাইরিয়া, প্রসবজনিত জটিলতা ও অপুষ্টিকে দায়ী করা হয়।
একই জরিপের তথ্য অনুযায়ী ১ লক্ষ গর্ভবতী মায়ের মধ্যে ১৯৪ জন মা প্রসবকালীন সময় মারা যাচ্ছে। অনেক সময় তাদেরকে হাসপাতালে না নিয়ে বাড়ীতে রেখেই অনভিজ্ঞ ধাত্রী দ্বারা প্রসব করানোর সময় মা ও শিশুর মৃত্যু হচ্ছে। সুতরাং নিজ নিজ অবস্থান থেকে মা ও শিশুর কল্যাণে আমাদের সকলের সচেতনতা বৃদ্ধিসহ শিশু ও মায়ের মৃত্যু রোধে বীরগঞ্জ এডিপির কর্ম এলাকায় ক্যাম্পেইন প্রচার করেছে।
‘‘এক সাথে আমরা প্রতিরোধ যোগ্য শিশুর মৃত্যু রোধ করবো, পাঁচ বছরের কম বয়সে , সকল শিশু বাঁচবে হেসে, শিশুর স্বাস্থ্য এখনই’’ এই প্রচারাভিযান চলার বিভিন্ন এলাকার মা ও শিশুরা সহ সবাই দুই হাত তুলে সমর্থন করেন।