মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির বাস্তবায়নে মেরামতকৃত বিদ্যালয় ভবনের উদ্বোধন

World Vison 3বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির বাস্তবায়নে ৮ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যায়ে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের মেরামতকৃত ভবনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির বাসত্মবায়নে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের মেরামতকৃত ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর, প্রজেক্ট অফিসার সিত্মফান রিনো নাথ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু ও নারীর অধিকার,বাল্য বিবাহ রোধ, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে গৃহিত কর্মসূচী মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ ধরনের কল্যাণমূখী কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Spread the love