
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা বিষয়ে বিতর্ক বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তির আলোয় খুজি মুক্তি প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ‘‘কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা’’ বিষয়ে বীরগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ের বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় ও কাহারোল উপজেলার বগদইর উচ্চ বিদ্যালয়। মডারেটর জয়নন্দ ডিগ্রী কলেজের প্রভাষক নীল রতন সাহা, বিচারক হিসেবে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক শিপু রানী সাহা দায়িত্ব পালন করেন। কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা প্রতিযোগিতায় বিপক্ষে অংশ গ্রহনকারী ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় দলের দল নেতা বিকাশ দেব নাথ। ব্র্যাক শিক্ষা কর্মসুচীর পিও পেইস মনোয়ারা বেগম, এলআরপি ইয়াসমিন আখতার, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।