বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে কবি সম্মেলন ও মিলনমেলা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ নান আয়োজনে এবং আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯নং মহনপুর ইউনিয়নের বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের কবি মঞ্চে “ভাব- অভাব, কবিতার আবির্ভাব” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার একটি ভ্রাম্যমান নিজস্ব শিল্পসংস্কৃতি ও সাহিত্য নির্ভর কর্মশালার সংগঠন কবিতার মাটি’র আয়োজনে প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে কবি সম্মেলন-২০২২ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান।
বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ এম এ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান (শাহিন চৌধুরী) বাংলাদেশ জাতীয়তা বাদী দল ৯নং মহনপুর ইউপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী মোঃ ফেরদৌস হোসেন (ফেরদৌস মন্ডল), কবি ও গবেষক প্রফেসর নিরঞ্জন রায়, চাষা হাবিব, বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমিন, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফা কামাল, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, অধ্যক্ষ হেলাল উদ্দীন, লেখিকা হাবিবা বেগম, প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, কবি ও বাচিক শিল্পী অদিতি রায় ও নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কবিতার মাটি সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কবি কালিপদ রায়। সুচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তাইজুল মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি বিমল চন্দ্র রায়, রেজাউল করিম উজ্জ্বল। কবিতা পাঠ করেন কবি কাশী কুমার দাস ঝন্টু, টিএইচ বকুল, মাহাবুবুর রহমান, মেহেনাজ পারভিন, হিমু, কবি অদিতি রায় সহ প্রায় ৫০জন কবি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি সচিন বর্মন। প্রধান অতিথি ড. মাসুদুল হক বলেন, সবাই কবি না তবে কবিতা চর্চার মাধ্যমে আমাদের প্রজন্ম কবিদের সুন্দর পথ রচনা করা হচ্ছে। কবিতার চর্চা না হলে ভাষা মরে যেতো। সাহিত্য চর্চা হচ্ছে একটি দর্শন এবং সমাজ পরিবর্তনের দর্পন। সমাজ বির্নিমাণের ক্ষেত্রে কবিরাই পারে একটি অবক্ষয় মুক্ত সুন্দর সমাজ গড়তে। সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ৫০জন কবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Spread the love