বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে কমিউনিটি ক্লি¬নিক প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Aminulবীরগঞ্জ প্রতিদিন: বীরগঞ্জে গত শনিবার কমিউনিটি ক্লি­নিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়েছে।

কমিউনিটি ক্লি­নিক প্রকল্পের উদ্যোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি বর্নাঢ্য র‌্যালী  মহাসড়ক দক্ষিণ করে। র‌্যালী শেষে হাসপাতাল ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা.আসিফ আনোয়ার, আলহাজ্ব ডা.মোঃ নজরুল ইসলাম,  স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফজলুর রহমান, সহস্বাস্থ্য পরিদর্শক জাকির হোসেন মাসুদ প্রমুখ। প্রধান অতিথি সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, জনদরদী নেত্রী জনকল্যানে দরিদ্র মানুষের মাঝে বিনামুল্যে সেবা দেওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন।