
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার বিকাল ৪ঘটিকায় কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠীত হয়েছে।
বীরগঞ্জ থানা বীরগঞ্জ থানার আয়োজনে ‘‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) সুজন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ও ১১টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং-এর নেতৃবৃন্দ। প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন দিনাজপুর জেলা পুলিশ দল বনাম বীরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং দল। খেলায় বিশেষ আকর্শন ছিল জেলা পুলিশ দলের হয়ে পুলিশ সুপার মো: রুহুল আমিনের খেলা ।