শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে কম্পিউটার চুরি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে শুক্রবার ভোর রাতে ২টি দোকানে থেকে কম্পিউটার নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।

পৌরসভার উলস্নাস সিনেমা হল এলাকায় ২টি দোকান ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে ২টি কম্পিউটারের মনিটর, পিসিও, মাউস, টাকা লোডের মোবাইল, এবং বিক্রির জন্য সিম ও মোবাইলসহ এক লক্ষ টাকা মুল্যেও মালামাল নিয়ে অজ্ঞাত চোরেরা পালিয়ে যায়। সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বীরেন্দ্র নাথের পুত্র মনোরঞ্জন রায় এবং বোয়ালমারী গ্রামের আব্দুর রহমানের পুত্র রেজওয়ান ফারুক দোকান দুইটির মালিক বলে জানা গেছে। তারা সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে।