
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় বিজিবি-পুলিশ অভিযান চালিয়ে ৬০ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ এবং বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী সৈয়দপুর গ্রামের মৃত মোঃ মকছেদ আলীর পুত্র মোঃ শাজাহান আলী (৪৮) এর বাড়ীতে গোলা ঘরের ধানের বসত্মা হতে ৬০ কেজি ওজনের ৩৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি প্রস্থ একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা। শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ নায়েক সুবেদার মোঃ আকতার হোসেন বাদী হয়ে শাজাহানকে আসামী করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর, কমান্ডিং অফিসার লে.কর্ণেল খালিদ হাসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ, বীরগঞ্জ থানার এসআই সুশামত্ম কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশগ্রহণ করে।
বীরগঞ্জ থানার এসআই সুশামত্ম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারের উদ্যেশ্যে মুর্তিটি লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার মুল হোতা শাজাহানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।