বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত মঙ্গলবার সকালে কারিতাসের উদ্যোগে‘‘নিজে গড়ি খাদ্য নিরাপত্তা প্রকল্প’’ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই কারিতাসের উদ্যোগে কার্য়ালয় মিলনায়তনে দিনাজপুর জেলার আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরার সভাপতিত্বে ‘‘নিজে গড়ি খাদ্য নিরাপত্তা প্রকল্প’’ অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী বাদশা, প্রানী সম্পদ অফিসার ড.শাহিনুর রহমান, কৃষি অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, আঞ্চলিক প্রোগ্রাম অফিসার প্রতিমা রানী, মাঠ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, বেইস মিতালী উপ-সহকারী সমন্বয়কারী এমএ মান্নান, ওয়ার্ল্ড ভীষন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি জুলিয়ান বিশ্বাসসহ আরডিআরএস, আশা ও ব্র্যাক ওয়াশ এনজিও প্রতিনিধিগন।