শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে কালি পুজা নিয়ে মারামারি কিশোরসহ ২ছাত্র গ্রেফতার

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার কালি পুজা নিয়ে চাচা-ভাতিজা ঠাকুরের মারামারি কিশোরসহ ২ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশু।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার সদর থেকে ৪০কিলোমিটার উত্তরে পলাশবাড়ী ইউনিয়নে শত বছরের ঐতির্যবাহী ঢেমঢেমিয়া কালি মেলায় কয়েক বছর ধরে সেবায়েত (পুজারী), জ্যোৎদার ও কমিটির লোকরা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি মেলা কমিটি গঠন করে নিজেরাই মামলা-মোক্রদমা ও পাল্ট-পাল্টি মামলা নিয়ে হাইকোটের নিদের্শ উপস্থাপন করছে ভঙ্গ। শান্তি ও সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন ঢেমঢেমিয়া কালি মেলা দখল নিয়ে পরিচালনা করছে।

গত বৃহস্পতিবার রাত ১২ টার আগে কালি পুজার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে পুজারী কাকা জগদিশ চন্দ্র রায়ের নেতৃত্বে ও ভাতিজা অনন্ত কুমার রায়ের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ও পুলিশের হস্তক্ষেপে দুজনকেই পুজার দায়িত্ব দেওয়া হয়। অবশেষে ঐতির্যবাহী ঢেমঢেমিয়া কালি মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পুজারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় মেলার দশনার্থী একই ইউনিয়নের চাপাপাড়া গ্রামের তহির উদ্দিনের পুত্র ঠাকুরগাও সরকারী কলেজের অর্নাস শেষ বর্ষের ছাত্র (প্রানি বিদ্যা) মো: আণ আমিন (২৩) একই গ্রামের মশিউর রহমানের পুত্র কালিমেলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একই গ্রামের হাসিবুল ইসলামের পুত্র কালিমেলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মশিউর রহমান (১৩) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত তারা থানা হাযতে আটক রয়েছে।

Spread the love