শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে কালী মেলায় পুজার সেবায়েত নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী : প্রশাসনের ১৪৪ ধারা জারি

মো: জাকির হোসেন : দিনাজপুরের বীরগঞ্জে ঢেমঢেমীয়া কালীর মেলার পুজায় বৈরবাড়ী গ্রামের ধনেশ্বর সরকার ও তাঁর কাকা জগদীশ সরকারের সাথে সেবায়েত নিয়ে বিরোধের জের ধরে হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী ঘোষনা। প্রশাসনের ১৪৪ধারা জারি।

 

মঙ্গলবার সকাল ১১টায় থেকে সেবায়েত দাবিদার জগদীশ সরকারের পক্ষে কালী মেলা পুজা কমিটি এবং ধনেশ্বর চন্দ্র সরকারের পক্ষ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আগামীকাল বুধবার সকাল ১১টায় স্থানীয় পুরাতন শহীদ মিনার চত্বরে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেন।

 

এ দিকে এ ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত পৌর শহরের ১৪৪ধারা জারি করে প্রশাসনের পক্ষ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাইকিং করা হয়েছে।

 

এ ব্যাপারে সেবায়েত দাবিদার বৈরবাড়ী গ্রামের মৃত সুবাস চন্দ্র সরকারের পুত্র জগদীশ চন্দ্র সরকার (৫০) জানান, তিনি বংশানুক্রমে কালীমেলার সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ালে বিভিন্ন সময়ে মাননীয় আদালত আমার পক্ষে রায় প্রদান করেছেন। কিন্তু প্রতিপক্ষ ধনেশ্বর রায় পুঁজোয় বাধা সৃষ্টি করে আমার উপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে কারণে পুজা কমিটি উক্ত কর্মসূচী ঘোষনা করেছেন।

 

অপর সেবায়েত দাবিদার একই গ্রামের মৃত প্রসন্ন কুমার সরকারের পুত্র ধনেশ্বর চন্দ্র সরকার নিজেকে বৈধ সেবায়েত দাবি করে জানান, প্রশাসনের সহযোগিতায় প্রতিপক্ষ জগদীশ চন্দ্র রায় হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে । এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবাদে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উক্ত মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর জানান, দীর্ঘদিন ধরে মন্দিরের সেবায়েত নিয়ে ওই গ্রামের ধনেশ্বর সরকার ও তাঁর কাকা জগদীশ সরকারের বিরোধ রয়েছে। বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ব্যাপারে মানববন্ধন করার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় কালীর মেলা পুজা কমিটি আবেদন করেন। কিন্তু বিকেলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ একই স্থানে অনুরম্নপ কর্মসূচী ঘোষণার বিষয়টি জানতে পেরে শামিত্ম শৃঙ্খলা রক্ষার্থে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রশাসনের পক্ষে ১৪৪ধারা জারি করা হয়েছে।

 

বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত, ঢেমঢেমীয়া কালীর মেলার মন্দিরের সেবায়েত নিয়ে ওই গ্রামের ধনেশ্বর সরকার ও তাঁর কাকা জগদীশ সরকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার পুঁজোর সেবায়েত নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জন্য পরস্পর পরস্পরকে দায়ী করে আসছে। এই ঘটনায় উভয় পক্ষেই পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেন।

Spread the love